How to become member

ইতিহাস ও ঐতিহ্য এবং জ্ঞান-বিজ্ঞানের যে-কোন শাখার  প্রতি অনুরাগী যে-কেউই আমাদের সদস্য হতে পারবেন। এ জন্য আমাদের ওয়েবসাইটের মেনু বারের member  ⇒ Taking Membership -এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেন্ড করতে হবে। অথবা এক কপি ছবিসহ একটি ফরম পূরণ করে জমা দিতে হয়। সম্মেলনে এসেও সদস্য হতে পারবেন। উভয় ক্ষেত্রে টাকা ক্যাশ জমা হওয়ার পর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত এবং সদস্য নম্বর সরাবরাহ করা হয়। দেশ-বিদেশের আগ্রহীগণ মোবাইল ব্যাংকিং-এ টাকা জমা করতে পারবেন। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ঢাকায় একদিনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়। ইতিহাস একাডেমির সম্মানিত সদস্যগণই শুধু সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করার সুযোগ পেয়ে থাকেন।

  • (জীবন) সদস্য ফি ১৫০০ (এক হাজার পাঁচশত) বাংলাদেশী টাকা।
  • দাতা সদস্য ফি  ৫,০০০ (পাঁচ হাজার) বাংলাদেশী টাকা।
  • সদস্য ফি মোবাইল ব্যাংকিং-এও (বিকাশ ও নগদ: 01912178282 এবং রকেট: 019121782822) পরিশোধ করা যাবে। বিদেশী আগ্রহীগণ সদস্য ফি জমা করার জন্য মেইল বা মেসেজ করুন।
  • মোবাইল ব্যাংকিং-এ টাকা প্রেরণ করলে অতিরিক্ত চার্জসহ পরিশোধ করতে হবে।
  • টাকা প্রেরণের TrxID এবং আবেদনকারীর নাম 01912178282 নম্বরে এসএমএস করতে হবে।
  • টাকা জমা-সাপেক্ষে আবেদন বিবেচনা করা হবে।

[Membership Procedures: Researchers from all disciplines of knowledge can be member of Itihas Academy Dhaka following Membership Procedures.

  • Life Membership Fee: BDT 1500.00
  • Donator Membership Fee: BDT 5,000.00